চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে রেডক্রিসেন্ট সিনিয়র আরসিওয়াই ফোরামের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা বিএনপির সভাপতির বাসায় অভিষেক কমিটির চেয়ারম্যান সাংবাদিক রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি কে ও অভিষেক অনুষ্ঠান এবং সংগঠন সম্পর্কে অবহিত করেন। পরে জেলা বিএনপির সভাপতি নব-নির্বাচিতদের অভিনন্দন জানান। তিনি সংগঠনের কার্যক্রমে প্রশংসা করেন এবং আগামী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা আক্তারুজ্জামান খোকা, উপদেষ্টা খোরশেদ আলম কাঞ্চন , উপদেষ্টা ওমর ফারুক ,সভাপতি ফখরুদ্দিন আহমেদ ,সহসভাপতি খোরশেদ আলম খান,সাধারণ সম্পাদক মো: রিয়াজুর রহমান রানা,সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম,প্রচার সম্পাদক লুৎফুর রহমান রিপন, সহ-প্রচার সম্পাদক ফখরুল ইসলাম টিটু, নির্বাহী সদস্য শেখ মহিউদ্দিন রাসেল, মো : শামীম হোসেন, মানিক সাহা, ইসমাইল খান শুভ ও মো: ওমর ফারুক প্রমুখ।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,২৭ সেপ্টেম্বর ২০২৫