সিলেট নগরীর সড়ক দখলমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ করার দাবিতে মাঠে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ব্যাটারিচালিত রিকশা ও হকার উচ্ছেদ অভিযানে সরাসরি অংশ নিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, নগরবাসীর নিরাপদ ও স্বস্তিকর চলাচল নিশ্চিত করতে হলে সবাইকে রাজপথে নামতে হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকায় হকার উচ্ছেদ অভিযানে যোগ দিয়ে আরিফুল হক বলেন, “হকার ও ব্যাটারিচালিত রিকশা—এই দুই-ই নগরজীবনের বড় প্রতিবন্ধক। আগামীকাল রবিবার সকাল ১১টায় কোর্ট পয়েন্টে নগরবাসীকে নিয়ে গণআন্দোলনে নামব।”
তিনি আরও বলেন, “নগরীর মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। এই দাবির বিপরীতে যদি কোনো শক্তি বাধা হয়ে দাঁড়ায়, তবে নগরবাসী দাঁতভাঙা জবাব দেবে। হকার ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ না করা গেলে নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে না।”
অভিযান ঘিরে নগরীতে ইতোমধ্যে আলোচনার ঝড় উঠেছে। কেউ এই উদ্যোগকে নগর উন্নয়নের জন্য জরুরি বলে স্বাগত জানিয়েছেন, আবার কেউ হকারদের জীবিকার কথা বিবেচনায় নিয়ে বিকল্প সমাধানের দাবি তুলেছেন।