৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন সাধিত হবে

৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন সাধিত হবে

৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন সাধিত হবে

সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-০৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, তারেক রহমানের ৩১ দফা হলো একটি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের পথনকশা। আজকের এই লিফলেট হাতে হাতে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আমরা জনগণের কাছে সেই মুক্তির বার্তাই পৌঁছে দিচ্ছি। তিনি বলেন, “এই রূপরেখা কেবল রাজনৈতিক কর্মসূচি নয় এটি গণতন্ত্র, সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট ও কার্যকর পরিকল্পনা। ৩১ দফা রূপরেখা দেশের জনগণের জন্য আশার আলো হয়ে উঠেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তবে এই রূপরেখার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে। এই রুপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে অবহেলিত কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন সাধিত হবে।

তিনি শনিবার (২৭ ফেব্রুয়ারি) কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজারে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ শেষে এক পথসভায় এসব কথা বলেন। এসময় বিপুল সংখ্যক সাধারণ মানুষ ধানের শীষ, ধানের শীষ স্লোগান দিয়ে পুরো বাজার মুখরিত করে করে তুলে।

এর আগে বিএনপি নেতা পাপলু, স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও ফামিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগীতায় ফ্রি চক্ষু সেবা পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন সারাদেশে একের পর এক ভালো কাজ করে যাচ্ছে। সেই কাজ সিলেটের একেবারে সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ-কানাইঘাটে দুই মাস থেকে চলছে। এর উপকার পাচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। এটি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট।

শনিবার বিকেলে ৩১ দফার লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভা বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওলি চৌধুরী, বিএনপি নেতা নিজাম উদ্দিন মেম্বার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম মেম্বার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল আমিন, জেলা যুবদল নেতা সাইফুর রহমান, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদল নেতা কামিল আহমদ সুমন প্রমুখ।

Explore More Districts