জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব সংবাদদাতা : জামালপুরে জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বের) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর ও সদর উপজেলা শাখার এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
শহরের পিটিআই মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর মাওলানা আল ইমরান সুজনের সভাপতিত্বে জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, শহর শাখার সেক্রেটারি নাজমুল হক মাসুদ, সদর উপজেলা শাখার সেক্রেটারি রেজাউল করিম নোমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। সকলের জন্য লেভেল প্লেয়িং ফিন্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কর্যক্রম নিষিদ্ধ করার দাবী জানান বক্তারা।


Explore More Districts