মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাধবপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত – Habiganj News

মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাধবপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত – Habiganj News

নানা আয়োজনের মধ্যে দিয়ে পাঠক নন্দিত দেশের শীর্ষস্হানীয় জাতীয় দৈনিক মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুরের অভিজাত রেস্টুরেন্ট হাইওয়েইন এর কনফারেন্স হল রুমে কেট কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় মানবকণ্ঠের মাধবপুর উপজেলা প্রতিনিধি এম এ কাদের এর সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবকন্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফ চৌধুরী বলেন, সংবাদ জগতে মানবকণ্ঠ যুগ পেরিয়ে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমরা মানবকণ্ঠের মাধবপুর প্রতিনিধির মাধ্যমে এই জনপদের সমস্যা, অভাব, অভিযোগ, উন্নয়ন, রাজনীতি, অর্থনীতি সহ সকল বিষয়ে তথ্য ও গঠনমূলক সংবাদ আশা করি। মানবকণ্ঠ গণমানুষের মুখপত্র হোক,পাঠক প্রিয় হোক এই পত্রিকা। জাতীর স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আরো বহুপথ এগিয়ে যাবে এমনটি আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর শাখার সাধার সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা গ্রাম আদালত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন৷ স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলা’র মাধবপুর প্রতিনিধি মুজাহিদ মসি। এছাড়া আরো বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কয়েস আহমেদ সালমান, দেশরূপান্তর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, তরফ বার্তা প্রতিনিধি মোঃ শাহীন মিয়া, মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শ্রীবাস সরকার, সাংগঠনিক নারায়ণ সরকার নয়ন, সাংবাদিক মঈন উদ্দিন উজ্জ্বল প্রমুখ।আলোচনা শেষে কেক কাটেন অতিথিরা।

Explore More Districts