২৬ September ২০২৫ Friday ১২:৩৮:২১ AM | ![]() ![]() ![]() ![]() |
নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকতার উজ্জামানকে (৫৫) গ্রেপ্তার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নগরীর ফলপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
রাজনীতির বাইরেও আকতার উজ্জামানের পরিচয় রয়েছে, তিনি জেলা পরিষদের সম্মুখের ব্রাইট সু-হাউজের সত্ত্বাধিকারী।
পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ নেতা আকতার উজ্জামানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়।
বরিশাল কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আকতার উজ্জামানকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।’
আক্তার উজ্জামান বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |