রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত – DesheBideshe

রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত – DesheBideshe

রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত – DesheBideshe

ঢাকা, ২৫ সেপ্টেম্বর – রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকচাপায় রায়হান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপ পরিদর্শক মোহাম্মদ বাবর আলী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সজিব নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ফার্মগেটের দিকে যাওয়ার পথে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রায়হান ট্রাকের চাকার নিচে পরে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। পরে ট্রাক নিয়ে চালক পালিয়ে গেলেও তার সহযোগী তরিকুল ইসলামকে আটক করে তেজগাঁও থানায় দিয়েছে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার উপ পরিদর্শক মোহাম্মদ বাবর আলী জানান, নিহত রায়হানের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে।পরিবারের সাথেই রাজধানীতে থাকতেন রায়হান।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৫



Explore More Districts