গতকাল বুধবার দুপুরে পরিবার পরিকল্পনা বিভাগ জামালপুরের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: আলী আমজাদ দপ্তরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। এ সময় আরো বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা: মো: আজিজুল হক, নেত্রকোনা বারটান আঞ্চলিক কার্যালয়ের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা: আলতাফ-উন-নাহার প্রমুখ। সেমিনারে আলোচকরা বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ, ভুলভাবে সংরক্ষণের কারনে ক্ষতিকর দিক এবং সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি গ্রহণের উপকারিতা ও উৎসসমূহ তুলে ধরেন।
