তেলআবিব, ২৫ সেপ্টেম্বর – দখলদার ইসরায়েলের ইলাতে আঘাত হেনেছে একটি ড্রোন। বিস্ফোরকবাহী ড্রোনটি ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনের আলোতে ড্রোনটি এসে ইলাতে আছড়ে পড়ে। এতে অন্তত ২০ আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ডেভিড আদম অ্যাম্বুলেন্স সেবা। যারমধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে ড্রোনটি সরাসরি আঘাত হানছে। ওই সময় ইলাতে সতর্কতামূলক সাইরেন বাজছিল। তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে শহরটি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ড্রোন হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা ব্যর্থ হয়। এরপর এটি ইলাতে আঘাত হানে।
ড্রোনটি আটকাতে আয়রন ডোম মিসাইল ছোড়ে ইসরায়েলি বিমানবাহিনী। মিসাইলটি কেন ড্রোন আটকাতে পারল না সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৫