হাইমচরে পিয়ার লানিং কর্মশালা অনুষ্ঠিত

হাইমচরে পিয়ার লানিং কর্মশালা অনুষ্ঠিত

নারীর সামর্থ্য উন্নয়নে” স্বপ্ন ২য় “এর আয়োজনে হাইমচর উপজেলা হলরুমে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) সহযোগী সংস্থার বাস্তবায়নে, উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে, নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন -২য় পর্যায়ে) স্থানীয় সরকার সেবায় জেন্ডার সংবেদনশীল ও দরিদ্রবান্ধব উদ্যোগে পিয়ার লানিং সেশন কর্মশালা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।

২৪ সেপ্টেম্বর সকাল ১০ টা হতে দিন ব্যাপি উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) (২য় পর্যায়) স্থানীয় সরকার প্রতিনিধি ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোর সহকর্মীর মাধ্যমে শিক্ষন (পিয়ার লার্নিং) সেশনের ধারণপত্র কর্মশালা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর স্বপ্ন ২য় প্রকল্পের সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন।

কর্মশালা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ, ইউনিয়ন পরিষদ,মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগ।
কর্মশালা ও প্রশিক্ষণ শেষে বিভিন্ন দপ্তরকে ক্রেষ্ট বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।

স্টাফ করেসপন্ডেট/ ২৪ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts