গাজীপুর প্রতিনিধি: আজ বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গাজীপুর এর চৌরাস্তায় হাজী আনসার আলী সরকার সুপার মার্কেট মৎস্য আড়তে প্রকাশ্যে পিরানহা মাছ বিক্রির সময় প্রায় ৪৫০ কেজি পিরানহা আটক করে আড়ৎদার নিত্ত রঞ্জন দাস কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে অংশ নেন গাজীপুর জেলা মৎস কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, সহকারী কমিশনার (ভূমি সদর) মোঃ মঈন খান এলিস, গাজীপুর সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আবু সামা। প্রকাশ থাকে যে, সম্প্রতি উক্ত বাজারে পিরানহা ও বিদেশি মাগুর প্রকাশ্যে বিক্রি হচ্ছে মর্মে বিভিন্ন সংবাদ পত্রে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি জেলা মৎস কর্মকর্তা ও জেলা প্রশাসকের নজরে আসলে আনসার আলী মৎস আড়তে অভিযান চালিয়ে পিরানহা মাছ জব্দ করেন এবং ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযোগ রয়েছে বাজারটিতে দির্ঘ দিন যাবৎ বিক্রি নিষিদ্ধ পিরানহা ও মাগুর মাছ বিক্রি হচ্ছে। বাজার কমিটির সাধারন সম্পাদক শেখ সোহাগ ইসলাস ও উপজেলা মৎস অফিসের কতিপয় ব্যক্তিকে ম্যানেজ করে এসব অবৈধ মাছ বিক্রি হয়ে থাকে। এবিষয়ে মোঃ সোহাগ ইসলাম এর মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।
