আমতলীতে দশম শ্রেনীর ছাত্রীকে নিয়ে উধাও দুই সন্তানের জনক

আমতলীতে দশম শ্রেনীর ছাত্রীকে নিয়ে উধাও দুই সন্তানের জনক

২৩ September ২০২৫ Tuesday ৮:৩৭:৫১ PM

Print this E-mail this


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

আমতলীতে দশম শ্রেনীর ছাত্রীকে নিয়ে উধাও দুই সন্তানের জনক

বরগুনার আমতলীতে দশম শ্রেনীতে পড়ুয়া ১৫ বছর বয়সের এক ছাত্রীকে নিয়ে দুই সন্তানের জনক উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ সেপ্টেম্বর (বুধবার) আমতলী এম ইউ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়ে গেছে।

জানা গেছে- আমতলী পৌরসভার প্রাণী সম্পদ অফিস পাড়ার আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো: মজিবর রহমান ও আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক নার্গিস বেগম দম্পতির ছেলে নাদিম (৪০) গত ১৭ সেপ্টেম্বর বুধবার আমতলী এম ইউ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়ে গেছে।

এদিকে মেয়ের বাবা মান সন্মানের ভয়ে থানায় গোপনে সাধারণ ডায়েরী করেছেন। মেয়ের বাবা-মা তাদের মেয়ে ও পরিবারের মান সন্মানের দিকে তাকিয়ে মামলা করেন নি।

নাদিমের স্ত্রী, ৮ বছরের একটি ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।

জানা গেছে, নাদিম তার বাসায় বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের আইসিটি বিষয়ে প্রাইভেট পড়াতো। ওই ছাত্রী নাদিমের কাছে প্রাইভেট পড়াকালীন তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে নাদিমের স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া লেগে থাকত। পরকীয়া সম্পর্ক থেকে নাদিমকে ফেরানোর চেষ্টা করলে একাধিকবার তার স্ত্রী শারিরীক নির্যাতনের স্বীকার হয়েছেন। এমনকি তার স্ত্রীকে বাসা থেকে নেমে যাওয়ার জন্য চাপও সৃষ্টি করেছিল নাদিম। বার বার তালাক দেয়ার হুমকিও দিয়েছেন নাদিম। এ ঘটনায় আমতলীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রিপোর্টটি লেখা পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে নাদিমের মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

নাদিমের বাবা ও মা জানান- তার ছেলে চাকরির খোঁজে ঢাকা গেছে। সে বাড়িতে নেই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts