নাট্যচক্র গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জ’র ২যুগপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে ৩দিন ব্যাপি জাতীয় নাট্যোৎসব।
সিরাজগঞ্জে’র অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন, নাট্যচক্র সিরাজগঞ্জের হাত ধরে দীর্ঘ ১বছর পর আবার সিরাজগঞ্জের মঞ্চে ফিরছে নাট্যোৎসব৷
জানাগেছে, জাতীয় নাট্যোৎসবে ৪টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে মুন্সিগঞ্জের একটি দল ও সিরাজগঞ্জের তিনটি দলের মোট চারটি নাটক আপনারা দেখবেন।
নাট্যচক্র’ সাধারণ সম্পাদক, ইমরান মুরাদ বলেন’
সিরাজগঞ্জের অন্যতম নাট্যদলের নাট্যোৎসব সফল করতে সকলকে সহযোগিতা করতে হবে। এবং তিনদিনে সকল নাটকই দর্শক নন্দিত।
সকলকে নাটক দেখার সাদর আমন্ত্রণ, নাটক শুধু বিনোদনের মধ্যে নয়’ নাটক সমাজ পরিবর্তনের সুতীক্ষ্ণ হাতিয়ার।
