দীর্ঘ ১বছর পর নাট্যচক্রে’র হাত ধরে সিরাজগঞ্জের মঞ্চে ফিরছে নাট্যেৎসব। – Sirajganj News 24

দীর্ঘ ১বছর পর নাট্যচক্রে’র হাত ধরে সিরাজগঞ্জের মঞ্চে ফিরছে নাট্যেৎসব। – Sirajganj News 24

নাট্যচক্র গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জ’র ২যুগপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে ৩দিন ব্যাপি জাতীয় নাট্যোৎসব।
‎সিরাজগঞ্জে’র অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন, নাট্যচক্র সিরাজগঞ্জের হাত ধরে দীর্ঘ ১বছর পর আবার সিরাজগঞ্জের মঞ্চে ফিরছে নাট্যোৎসব৷

‎জানাগেছে, জাতীয় নাট্যোৎসবে ৪টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে মুন্সিগঞ্জের একটি দল ও সিরাজগঞ্জের তিনটি দলের মোট চারটি নাটক আপনারা দেখবেন।

‎নাট্যচক্র’ সাধারণ সম্পাদক, ইমরান মুরাদ বলেন’
‎সিরাজগঞ্জের অন্যতম নাট্যদলের নাট্যোৎসব সফল করতে সকলকে সহযোগিতা করতে হবে। এবং তিনদিনে সকল নাটকই দর্শক নন্দিত।
‎সকলকে নাটক দেখার সাদর আমন্ত্রণ, নাটক শুধু বিনোদনের মধ্যে নয়’ নাটক সমাজ পরিবর্তনের সুতীক্ষ্ণ হাতিয়ার।

Explore More Districts