আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাকে উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন।
তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের মানুষকে ১৭ বছর অবরুদ্ধ করে রেখেছিল। কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছিল। ভোটাধিকার কেড়ে নিয়ে দিনের ভোট রাতে করেছিল। অবকাঠামোগত উন্নয়নের নামে তামাশা করেছিল। কোথাও কোন উন্নয়নের চিহ্ন নেই। রাস্তাঘাটসহ অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বিগত দিনে কোনো উন্নয়ন হয়নি, সবদিক থেকে বঞ্চিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত জনসভায় সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি বরাবর ঐক্যবদ্দ ছিল বলেই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সব ‘সৈরাচারের’ আতংক ছিল বিএনপ। তিনি বলেন হাসিনা পালিয়ে গেলেও বর্তমানে দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তাই সকলকে সজাগ থাকতে হবে।
সৈয়দা আদিবা হোসেন বলেন, আমার প্রয়াত বাবা ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া সারা জীবন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর কল্যাণে রাজনীতি করে গেছেন। তিনি দুইবার এমপি ছিলেন। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর জন্য অনেক উন্নয়ন করেছেন। যদি আমি এমপি হতে পারি তাহলে অবহেলিত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তোলা হবে।
আলীনগর ইউনিয়ন বিএনপির উদ্যেগে টিকরপাড়া বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
এসময় আরও বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি আব্দুল কাদের সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আমুড়া ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমদ, সাবেক বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল বারী আলীনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি চৌধুরী মাসুদ রানা সোহেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শুক্কুর আহমদ প্রমূখ।