সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বড় ভাইয়ের উপর অভিমান করে লাকি (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সারে নয়টায় উপজেলার বাহাদুর পুর এলাকায় ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত মোঃ রাশিদুল ইসলাম।
নিহত লাকি উপজেলার উজান চর ইউনিয়নের বাহাদুর পুর এলাকার নাজির সরদারের মেয়ে। এবছর মঙ্গলপুর দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পাশ করেছে।
নিহতের চাচা বলেন, নিহতের ভাই সাগর বরিশালে চাকরি করেন গতকাল ছুটিতে বাড়িতে আসছে আজ সকাল সারে নয়টার দিকে ঘর ঝাড়ু দেওয়ার কথা বললে লাকি বলে বাড়িতে আর কেউ নেই শুধু আমাকে দেখো। এই বলে একটু কথা কাটাকাটি হলে ঘরে চলে যায়। পরে সবাই ঘর আটকানো দেখে খুলতে বললে না পেয়ে দরজা জোরে ধাক্কা দিয়ে ভিতরে গেলে তার ঝুলন্ত দেহ দেখতে পাই। সবাই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ক্রতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। লাকি একটু মাথায় হালকা সমস্যা ছিল বলে তিনি জানান।
এ বিষয় গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত মোঃ রাশিদুল ইসলাম জানান এ বিষয় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ।
The post গোয়ালন্দে বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যা appeared first on রাজবাড়ী বার্তা.