২২ September ২০২৫ Monday ৬:০২:৪০ PM | ![]() ![]() ![]() ![]() |
ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে গভীর রাতে বন্ধুদের সঙ্গে পিকনিকে অংশ নিয়ে ছাদ থেকে পড়ে মো. নাফিছ (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মো. নাফিছ একই এলাকার প্রবাসী আলাউদ্দিনের ছেলে। সে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
নিহত নাফিছের মা চাম্পা বেগম বলেন, ‘রাতে ছেলে বন্ধুদের সঙ্গে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পরে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পুলিশ ফোন করে নাফিছ আহত হওয়ার কথা জানায়। পরে হাসপাতালে গিয়ে দেখি ছেলের নিথর দেহ।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |