রাতারগুলে পরিবেশবাদীদের সমাবেশ অনুষ্ঠিত

রাতারগুলে পরিবেশবাদীদের সমাবেশ অনুষ্ঠিত

রাতারগুলে পরিবেশবাদীদের সমাবেশ অনুষ্ঠিত

বিশ্বব্যাপী জলবায়ু সংকট ও সামাজিক অবিচারের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে রাতারগুল জলারবনে এক সমাবেশ করেছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। সংগঠনটির সিলেট জেলা শাখার উদ্যোগে রোববার দুপুরে রাতারগুল জলারবনের মাঝের ঘাটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেটের সদস্য সচিব আব্দুল করিম, সংগঠক আলমগীর আলম সাহান, সোহাগ তাজুল আমিন, রাতারগুল গ্রামের পরিবেশকর্মী সোনা মিয়া, রাতারগুল সমাজকল্যাণ পরিষদের সভাপতি আল আমিন প্রমুখ।

বক্তারা আরও বলেন, বিশ্বজুড়ে ক্ষমতাধর সরকারগুলো স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকছে এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিশ্রুতিগুলো বিলম্বিত বা ধ্বংস করা হচ্ছে। তাই ২০২৫ সালকে একটি ‘মোড় ঘোরানোর বছর’ হিসেবে দেখা হচ্ছে।

Explore More Districts