চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনে দুটি ড্রেজার-বাল্কহেডসসহ আটক ৯

চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনে দুটি ড্রেজার-বাল্কহেডসসহ আটক  ৯

চাঁদপুরের গোসাইরহাট নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি পরিচালিত এক তৎপর অভিযানে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করার দায়ে ৯ জনকে আটক করা হয়েছে। অভিযানে ২টি ড্রেজার, ২টি বাল্কহেড, ৩টি নৌকা ও জাল জব্দ করা হয়েছে।

অভিযানটি শনিবার দিবাগত রাত ১০টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত গোসাইরহাট থানার শেষ সীমান্ত পর্যন্ত পরিচালনা করে নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ি একটি দল।

আটককৃত আসামীরা হলেন, কুলছড়ি গ্রামের মোঃ আলীর ছেলে মোঃ হযরত আলী (২৮), জোনাব আলীর ছেলে মোঃ হোসেন সরদার (৪৫),বিন্না গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ রিয়াজুল ইসলাম (২৫), জিরবাড়ী গ্রামের ফারুকের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (২২), চর কালিবাড়ি গ্রামের নাসির হাওলাদারের ছেলে মোঃ হাসান হাওলাদার (২১), গাগুরিয়া গ্রামের ইউসূফ পালওয়ানের ছেলে মোঃ শাকিল হোসেন (১৯), সৈয়দ নাছির পাড়া গ্রামের আলমগীর সরদারের ছেলে মোঃ কামাল সরদার (২৮), দাতরা গ্রামের বাচ্চু ভূইয়ার ছেলে মোঃ সালাউদ্দিন ভূইয়া (২৮), বাচ্চু ভূইয়ার ছেলে মোঃ শাওন ভূইয়া (১৮)। অভিযানকালে আরও ৩/৪ জন আসামী নদী পার হয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে নৌ-পুলিশ সদস্যরা।

এদিকে আটককৃত মোট ৯ জনের বিরুদ্ধে ৭টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নরসিংহপুর নৌ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে স্থানীয়দের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষার জন্য সরকারি অনুমতি ছাড়া বালু উত্তোলন ও মাছ ধরা সম্পূর্ণ বন্ধ করতে হবে বলে হুশিয়ারি দেন নৌ-পুলিশ।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/ ২১ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts