২১ September ২০২৫ Sunday ৮:২০:০৪ PM | ![]() ![]() ![]() ![]() |
ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি পৌরসভা কর্তৃক লাইসেন্স চেকিংয়ের নামে হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে অটোরিকশা ও ইজিবাইক সমবায় সমিতি।
অটোরিকশা শ্রমিক নেতারা জানান, ঝালকাঠি পৌরসভায় আগে ১১শ’ ৫০টি অটোরিকশা লাইসেন্স থাকলেও বর্তমান পৌর কর্তৃপক্ষ মাত্র ৭শ’ ১৩টির লাইসেন্স নবায়ন করেছে।
বাদবাকি অটোরিকশা ও ইজিবাইককে বৈধ করার দাবি জানিয়ে রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে তারা। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে শহরে গাড়ি চলাচল বন্ধ রাখবেন।
তবে পৌর কর্তৃপক্ষের দাবি, শহরে বৈধ অটোরিকশা সংখ্যা ৭শ’ ১৩টি। এগুলোর নবায়ন কার্যক্রম চলছে। অথচ এর বাইরে শহরে এক থেকে দেড় হাজার অবৈধ অটোরিকশা চলাচল করছে। তাই এগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
শ্রমিক সমিতির দাবি অযৌক্তিকও বলছে পৌর কর্তৃপক্ষ।
অন্যদিকে শ্রমিকরা অভিযোগ করেছেন, গাড়ি থেকে অবৈধভাবে অর্থ আদায় ও হয়রানি করছে পৌরসভা।
শহরে অটোরিকশা ও ইজিবাইক লাইসেন্স ইস্যু নিয়ে শ্রমিক ও পৌর কর্তৃপক্ষের এই দ্বন্দ্বে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |