জুবিনের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিলেন স্ত্রী গরিমা – DesheBideshe

জুবিনের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিলেন স্ত্রী গরিমা – DesheBideshe

জুবিনের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিলেন স্ত্রী গরিমা – DesheBideshe

মুম্বাই, ২১ সেপ্টেম্বর – সিঙ্গাপুরে মর্মান্তিকভাবে প্রয়াত হয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়। ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, জুবিন উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি প্রচারের জন্য তিন দিনব্যাপী ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যাল’-এ অংশগ্রহণ করতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। তিনি উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন।

প্রাথমিকভাবে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছিল; কেউ কেউ স্কুবা ডাইভিং দুর্ঘটনার কথা বলছিলেন, আবার কেউ বলছিলেন হৃদরোগের কারণে মৃত্যু হয়েছে। তবে গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া এ বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, জুবিন সাত-আটজনের সঙ্গে ইয়টে দ্বীপ ভ্রমণে গিয়েছিলেন। সাঁতার কাটার সময় তার সিজার অ্যাটাক (মৃগী) হয়। এর আগেও জুবিন একাধিকবার মৃগীতে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু সব সময়ই বেঁচে ফিরেছেন। কিন্তু এবার তিনি আর ফাঁকি দিতে পারেননি। বন্ধুদের তৎপরতায় তাকে উদ্ধার করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জুবিন ২০০২ সালে গরিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গরিমা নিজেও আসামীয়া চলচ্চিত্র জগতে প্রযোজক, লেখিকা এবং পোশাকশিল্পী হিসেবে খ্যাত।

জুবিনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও ভক্ত সমাজে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ভিডিওতে দেখা যায়, গরিমাকে স্বজনরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাকে শান্ত করা সম্ভব হচ্ছে না। জুবিনের প্রিয় পোষ্য কুকুরটিও মালিকের অকাল প্রয়াণে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে।

এনএন/ ২১ সেপ্টেম্বর ২০২৫



Explore More Districts