জেলা স্কাউটস আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন

জেলা স্কাউটস আন্তর্জাতিক শান্তি দিবস  উদযাপন

২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলা স্কাউটস আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উদযাপন করে। “Act Now for a Peaceful World”- এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এবার সারাদেশের ন্যায় চাঁদপুরেও দিবসটি উদযাপিত হয় ।

চাঁদপুর জেলা স্কাউট কার্যালয়, কদমতলা বেলা ৩ টায় জেলা স্কাউটের আয়োজনে অনুষ্ঠান হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্কাউটস কমিশনার শাহাজান সিদ্দিকী ।

সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা স্কাউটস সেক্রেটারি মোহাম্মদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক পূরবী সরকার শম্পা ও জেলা স্কাউটস লিডার মো.ওয়ালিদ হোসেন খান। আজকের কর্মসূচি শুরু হয় র‌্যালি এর মাধ্যমে যেখানে স্কাউটরা শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

নাজমুল হাসান শাওন স্কাউট সেশন পরিচালনা করেন। এ সেশনে আলোচনা হয়- প্ল্যাটফর্মে কীভাবে প্রকল্প আপলোড করতে হয়, কিভাবে এর মাধ্যমে বিশ্বকে টেকসই করা যায় এবং স্কাউটরা ছোট ছোট ভালো কাজের মাধ্যমে কেমন বড় প্রভাব ফেলতে পারে ইত্যাদি। আজকের বিশেষ দিক ছিল যেখানে স্কাউটরা প্লাস্টিক ব্যবহার করে গাছের টব তৈরি করে নিয়ে আসে এবং তার মধ্যে চারা রোপণ করে।-

আমাদের প্রত্যাশা- আজকের এ কর্মসূচি চাঁদপুর জেলার সকল স্কাউটদের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেবে এবং টেকসই উন্নয়নের পথে একটি অনুপ্রেরণাদায়ী পদক্ষেপ হবে।

২১ সেপ্টেম্বর ২০২৫
এজি

Explore More Districts