সিলেটে ৩৩ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক

সিলেটে ৩৩ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক

সিলেটে ৩৩ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক

সিলেটের সীমান্তে চোরচালানকালে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৯ বিজিবি)। রবিবার (২১ সেপ্টেম্বর) এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি মহিষ আটক করা হয়। আটক মহিষের মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। এরআগে শনিবার জৈন্তাপুর সীমান্ত থেকে ১০টি গরু ও ৪টি মহিষ আটক করা হয়। আটককৃত গরু ও মহিষের মূল্য ২৩ লাখ টাকা।

বিজিবি জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

Explore More Districts