ভোলায় নদীতে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ মা

ভোলায় নদীতে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ মা

২০ September ২০২৫ Saturday ৫:৫৬:১২ PM

Print this E-mail this


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলায় নদীতে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ মা

ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে নেমে নিখোঁজ হয়েছেন জেসমিন (৩৬) নামের এক নারী।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গংগাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলে ৭ ঘণ্টায়ও নিখোঁজ জেসমিনের সন্ধান মিলেনি। সলিল সমাধির আশঙ্কায় তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকাল ৯টায় জেসমিনের প্রতিবন্ধী ছেলে তানজিল (১৭) বাড়ির পাশের তেঁতলিয়া নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করার জন্য মা জেসমিন নদীতে নামলে মুহুর্তেই স্রোতে তলিয়ে যান। তাৎক্ষণিক তানজিলকে উদ্ধার করা হলেও নিখোঁজ আছেন মা।

জেসমিনের শশুড় মো. শাজাহান জানান, নাতি উদ্ধার হয়েছে কিন্তু বউ ( ছেলের বউ)কে না পেয়ে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। এদিকে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে। কিন্তু বিকেল ৪ টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। কিন্তু থানায় কেউ অভিযোগ করেনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts