হঠাৎ শীতের বার্তা নিয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল পঞ্চগড় – DesheBideshe

হঠাৎ শীতের বার্তা নিয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল পঞ্চগড় – DesheBideshe

হঠাৎ শীতের বার্তা নিয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল পঞ্চগড় – DesheBideshe

পঞ্চগড়, ২০ সেপ্টেম্বর – দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ ঘন কুয়াশা নেমেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৭টার মধ্যে পুরো জেলা কুয়াশার চাদরে ঢেকে যায়। এতে গ্রামের পথঘাট থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সবকিছুই আবছা হয়ে পড়ে।

দৃশ্যমানতা এতটাই কম ছিল যে কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। ফলে যানবাহন চলাচলের সময় হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার বাসিন্দা আসাদুল্লাহ রিপন বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে এবার অনেক আগেভাগেই শীত নামবে।’

টুনিরহাট এলাকার অটোচালক আব্দুর রহিম ও চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলামও এমন অকাল কুয়াশা দেখে অবাক হয়েছেন। সাধারণত নভেম্বর মাসে দেখা যায় এমন দৃশ্য।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, হঠাৎ কুয়াশা নামার কারণ হলো মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তা। তবে কুয়াশা পুরো দিন স্থায়ী হবে না; সকাল ৯টা বা ১০টার মধ্যে এটি কেটে যাবে। তিনি আরও জানান, শনিবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২০ সেপ্টেম্বর ২০২৫



Explore More Districts