রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনার লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে হাজীগঞ্জ- শাহরাস্তি, চাঁদপুর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
(২০ সেপ্টেম্বর) শনিবার দিনব্যাপী উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও বেরনাইয়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
ওই সময় তিনি বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশা জিবি মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনার লক্ষ্যে লিফলেট তুলে দেন।
গণসংযোগ কালে তিনি বলেন, জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখন অন্যায়ের দেয়াল ভেঙে পড়ে। আজও সেই ঐক্যের প্রয়োজন।”
তিনি আরো বলেন ভোটাধিকার ফিরিয়ে আনা ছাড়া গণতন্ত্রের পুনর্জাগরণ সম্ভব নয়। রাজপথে থাকতে হবে, আর জনগণের জন্য ত্যাগ স্বীকার করতে হবে।
উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, সহ-সভাপতি মোঃ সেলিম পাটোয়ারী, বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দলের চাঁদপুর জেলা শাখার সভাপতি মো রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দল নেতা মোঃ মনির হোসেন, পৌর যুব দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, উপজেলা ছাত্রদল মোঃ শাহাদাত হোসেন, যুবদল নেতা রেজাউল করিম, টিপু সুলতান, আল মামুন, জিয়া উদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ২০ সেপ্টেম্বর ২০২৫