আমতলীতে চাঁ-দা না দিলে মি-থ্যা মা/ম/লা দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বি/রু/দ্ধে

আমতলীতে চাঁ-দা না দিলে মি-থ্যা মা/ম/লা দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বি/রু/দ্ধে

২১ September ২০২৫ Sunday ১:৫৯:০৩ AM

Print this E-mail this


আমতলী ((বরগুনা) প্রতিনিধিঃ

আমতলীতে চাঁ-দা না দিলে মি-থ্যা মা/ম/লা দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বি/রু/দ্ধে

 চাঁদা না দিলে মিথ্যা মামলা ও স্বাক্ষী দিয়ে হয়রানীর অভিযোগ আমতলী সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাচনাপাড়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে। শনিবার বিকেলে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে তার এমন কর্মকান্ডের অভিযোগ করেন হয়রানীর শিকার আবু সালেহ খাঁন, মনির মৃধা, জহিরুল প্যাদা, আনোয়ার মৃধা, মিরাজ, রফিক মাদবর ও জুয়েল গাজী। দ্রুত তদন্ত পুর্বক মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার এমন কর্মকান্ডের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানাগেছে, গত বছর ৫ আগষ্টের পরে উপজেলার নাচনাপাড়া গ্রামের মৃত মোক্তার আলী হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেছেন। বিএনপির নেতা পরিচয় দিয়ে এলাকায় সালিস বানিজ্য, চাঁদাবাজী, মিথ্যা মামলা ও স্বাক্ষী দিয়ে হয়নারীসহ নানাবিধ অপরাধ করে আসছেন এমন অভিযোগ স্থানীয়দের। নাচনাপাড়া এলাকায় কোন ঘটনা ঘটলেই তিনি (জাহাঙ্গির) ইন্ধন যোগিয়ে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় আসামী করেন। ওই সকল মামলার তিনি অথবা তার ছেলে সোহেল হাওলাদার ও পরিবারের সদস্যদের স্বাক্ষী হন। পরে স্বাক্ষী দেয়ার ভয় দেখিয়ে মামলার বিবাদীদের কাছ থেকে কোটা অংকের টাকা হাতিয়ে নেন। শনিবার বিকেলে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আবু সালেহ খাঁন, মনির মৃধা, জহিরুল প্যাদা, আনোয়ার মৃধা, মিরাজ, রফিক মাদবর ও জুয়েল গাজী এমন অভিযোগ করেছেন।

খোজ নিয়ে জানাগেছে, গত ২৭ মার্চ সোবাহান প্যাদা আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জাহাঙ্গির হাওলাদারের ছেলে সোহেল হাওাদার স্বাক্ষী। গত বছর ২৭ আগষ্ট মজিদ গাজী নামের একজন আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গির হাওলাদার স্বাক্ষী। গত ১৯ আগষ্ট শাহজাহান মুসুল্লী আদালতে মামলা দায়ের করেছেন। ওই মামলায়ও তিনি স্বাক্ষী। এছাড়াও গত ১১ সেপ্টেম্বর জাহাঙ্গির হাওলাদার বাদী হয়ে আবু সালেহ খানসহ ছয়জনের নামে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দোকান ও ঘরে আগুন দেয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী আবু সালেহ খাঁনের অভিযোগ ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার মানেই এলাকায় আতঙ্ক। দলের পদ পদবী ব্যবহার করে মিথ্যা মামলা অথবা মামলার স্বাক্ষী দিয়ে বিবাদীর কাছে চাঁদা আদায় করেন। চাঁদা না দিলেই মামলায় মিথ্যা স্বাক্ষী দিয়ে হয়রানী করছেন। তিনি আরো অভিযোগ করেন তার (জাহাঙ্গির) দাবীকৃত চাঁদা না দেয়ায় তাকে দুইটি মামলায় আসামী করা হয়েছে। ভুক্তভোগীদের আরো অভিযোগ নাচনাপাড়া এলাকায় গত এক বছরে যতগুলো মামলা হয়েছে সকল মামলায় তিনি, তার ছেলে সোহেল হাওলাদার ও পরিবারের সদস্যরা স্বাক্ষী হয়ে মানুষকে হয়রানী করছেন। তার হয়রানী থেকে এলাকার মানুষ মুক্তি দাবী করছেন। দ্রুত তার এমন কর্মকান্ডের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে আমতলী সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গির হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। আমার ও দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করতে এমন অভিযোগ আনা হয়েছে।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গির হাওলাদারে বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আমার কাছে দোকান ঘর পোড়ার অভিযোগে একটি মামলা করতে এসেছিল কিন্তু আমি মামলা নেয়নি। পরে আদালতে মামলা করেছেন। তিনি আরো বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts