- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সিদ্ধিরগঞ্জ
- সিদ্ধিরগঞ্জে গাজা সহ মাদক কারবারি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে গাজা সহ মাদক কারবারি গ্রেফতার
- Update Time : September, 20, 2025, 2:28 pm
- 1 View
নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ এক কেজি গাঁজাসহ গুলজার হোসেন (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিজমিজি এলাকায় অভিযানে ওই মাদক কারবারিকে আটক করার কথা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম।
উদ্ধার অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ শামীম রেজা, এএসআই সোহেল রানা ও ফোর্স সদস্যরা। স্থানীয় প্রত্যক্ষদর্শী সাক্ষীদের উপস্থিতিতে মাদক জব্দ করা হয়। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে, যার মধ্যে যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদক ও অন্যান্য অপরাধমূলক মামলা চলমান রয়েছে।
ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুলজার হোসেনকে গ্রেফাতার করা হয় এবং তার কাছে থাকা লাল শপিং ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। তিনি স্বীকার করেন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রি করে থাকেন।