বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন পাটওয়ারী বলেছেন, “বিএনপির ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হলে বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র। বৈষম্যহীন সমাজ গঠনে এ কর্মসূচি নিয়ামক হিসেবে কাজ করবে।”
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উত্তর-পূর্বাঞ্চলের একতা বাজার, মুন্সিরহাট, কামতা বাজার ও গল্লাক বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
মোতাহার হোসেন পাটওয়ারী আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরসূরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেন, “কেউ চাঁদাবাজি, দখলবাজি বা সমাজে খারাপভাবে চিহ্নিত হবেন এমন কোনো কাজ করবেন না। বিএনপি কখনো খারাপ মানুষকে সমর্থন করে না।”
তিনি উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন। স্বৈরাচারের কাছে মাথা নত না করে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। “আমরা সেই নেত্রীর কর্মী, যিনি নিজের চেয়ে দেশ ও দেশের মানুষকে বেশি ভালোবাসেন,” বলেন তিনি।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ভিপি সিরাজুল ইসলাম পাবক, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব মোর্শেদ কচি পাটওয়ারী, বিএনপি নেতা মাহমুদুল হক স্বপন পাটওয়ারী, ১৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজান গাজী, ২নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, আমির হোসেন, জহিরুল ইসলাম, রুপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যুবদল নেতা নকিব পাটওয়ারী, ফারুক হোসেন রন, মো. হাবিব, মো. মাহিন, মো. আনোয়ার গাজী, মো. আরিফ হাসান, মো. মাহফুজুল আলম, মো. সুমন, মো. সবুজ, মো. রাসেল, মো. সাইফুল, মো. মাহবুব, মো. মাসুদ, হাফিজুর রহমান রুবেল, আব্দুল কাইয়ুম সুমন, আরিফ তফাদার, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেন, মো. কাউছার, মো. রাফিকুল ইসলাম, মো. তানজিল হোসেন, অনিক হাসান মাসুম, মো. রোকন, মো. শরীফ হোসেন, রাসেল সরদার, মো. হাফিজ, অপু পাটওয়ারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক।
লিফলেট বিতরণ শেষে আয়োজকেরা জানান, স্থানীয় বাজারগুলোতে বিএনপির ৩১ দফা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২০ সেপ্টেম্বর ২০২৫