ঢাকা, ২০ সেপ্টেম্বর – ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। কভিড-পরবর্তী ফুসফুসের সমস্যার পরও হার মানেননি তিনি। এবার ম্যারাথনে অংশ নিয়ে ২ ঘণ্টা ৪৭ মিনিটে ২১ কিলোমিটার দৌড় শেষ করেন তিনি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে অ্যাক্টিভ প্লাস বাংলাদেশ আয়োজিত ‘হাফ ম্যারাথন ২০২৫’-এ কয়েক হাজার দৌড়বিদের সঙ্গে অংশ নিয়েছিলেন তৌসিফ। ম্যারাথন জয় করে এবার স্বপ্ন দেখছেন আরো নতুন কিছু করার।
এই ম্যারাথন শেষ করতে পারবেন বলে ধারণাও ছিল না অভিনেতার, তবে নিজস্ব চেষ্টাতেই তা সম্ভব করেছেন। অভিনেতা জানান, কোভিডের পর ৫ মিনিট হাঁটলেই হাঁপিয়ে উঠতেন তিনি। সেখানে ২১ কিলোমিটার দৌড়ানো ছিল তার জন্য প্রায় অসম্ভব।
তৌসিফ মাহবুব বলেন, ২১ কিমি ম্যারাথন শেষ করতে পারব, এটা আমি কখনো কল্পনাই করিনি। কারণ, কভিড হওয়ার পর আমার লাংসের ৩৫ শতাংশ সংক্রমিত হয়ে গিয়েছিল। তখন ১০০ মিটার হাঁটতে গেলে আমার দশ মিনিট বসে থাকতে হতো, বিশ্রাম নিতে হতো। সেখানে এতটা পথ দৌড়ানো সহজ ছিল না। এটা মুখে বলা যত সহজ বাস্তবে অনেক কঠিন। আমি দেখছিলাম, অনেকেই পারছিলেন না; মাঝপথে অসুস্থ হয়ে যাচ্ছিলেন। এরপর তাদেরকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরেও আমি থামিনি, পুরো ২১ কিমিই শেষ করেছি। এই সাহসটা করতে পেয়েছি আয়োজক তানভীর ভাইয়ের জন্য। তার উৎসাহের কারণেই ঝুঁকি নিয়েছিলাম।
ব্যক্তিগতভাবে নিজের জন্য আরও অনেক কিছুই করতে চান জানিয়ে তৌসিফ বলেন, এর আগে ১০ কিমি ম্যারাথন দৌড় করেছিলাম, এবার ২১ কিমি। এ রকমই ছোট ছোট কিছু চাওয়া আছে, যেগুলো আমি করতে চাই একেবারে নিজের জন্য। আমার এভারেস্টেও ওঠার ইচ্ছা আছে। যদি কখনো সম্ভব হয় আমি সেটাও হয়তো করব। তার আগে এই ম্যারাথন ছোট্ট প্রয়াস।
ম্যারাথনে ফিলিস্তিনের পতাকা হাতে নেওয়ার প্রসঙ্গে অভিনেতা বলেন, ম্যারাথনের মাঝপথে দেখি, একজন ভাই (দৌড়বিদ) ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দৌড়াচ্ছেন। সেটা দেখে আমি খুব অনুপ্রাণিত হই এবং তার কাছে অনুরোধ করি পতাকাটা দেওয়ার জন্য। তিনি ফিলিস্তিনের পক্ষে যে বার্তাটি পৌঁছে দিতে চেয়েছিলেন, সেটাই আমি নিজের হাতে বহন করি এবং পতাকাটি নিয়েই আমি পুরো ২১ কিলোমিটার দৌড় শেষ করি।
প্রসঙ্গত, এর আগে গেল বছরের ডিসেম্বরে রাজধানীর তিন শ ফিটে অনুষ্ঠিত ১০ কিলোমিটারের ম্যারাথনে অংশ নিয়েছিলেন তৌসিফ মাহবুব।
এনএন/ ২০ সেপ্টেম্বর ২০২৫