নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতের অভিযানে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছলঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ সাইফ আহাম্মেদ (৪৫) নামে এক ব্যক্তিকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকাসহ হাতে-নাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফ আহাম্মেদ উপজেলার ছলঙ্গা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল সামাদ ওরফে পীর এবং মাতার নাম হামিদা বেগম।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।