ঝিনাইদহ, নওগাঁ ও সাতক্ষীরা সীমান্তে ৩৫ বাংলাদেশি আটক ও হস্তান্তর

ঝিনাইদহ, নওগাঁ ও সাতক্ষীরা সীমান্তে ৩৫ বাংলাদেশি আটক ও হস্তান্তর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সীমান্তে নানা অভিযানের মধ্যে নারী, শিশু ও পুরুষসহ একাধিক বাংলাদেশি নাগরিককে আটক ও হস্তান্তর করা হয়েছে। ঝিনাইদহ, নওগাঁ ও সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এই ঘটনাগুলো ঘটেছে।
মহেশপুর সীমান্তে ১১ বাংলাদেশি আটক/
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে বাঘাডাংগা খোসালপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ নারী, ৫ পুরুষ ও ১ শিশুসহ ১১ জন বাংলাদেশিকে আটক করে। আটকদের মধ্যে যশোর, বাগেরহাট, ঢাকা, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন। তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে মাঠিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি ৪৫ বোতল ভারতীয় মদও উদ্ধার করেছে।
নওগাঁ সীমান্তে শিশু-নারীসহ ১৬ বাংলাদেশি পুশইন/
একই দিনে নওগাঁর পত্নীতলা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশু ও নারীসহ ১৬ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইন করে। বিজিবি-১৪ (পত্নীতলা) ক্যাম্প থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে উপজেলার শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছ দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ফিরিয়ে দেয়।
বিজিবি সদস্যরা পুশইনকৃতদের আটক করে পত্নীতলা থানায় হস্তান্তর করেন। আটকদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচ শিশু ও চারজন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কয়েক বছর আগে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল।
সাতক্ষীরা সীমান্তে ৮ বাংলাদেশিকে হস্তান্তর/
এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভারতের সাতক্ষীরার আমুদিয়া ক্যাম্পের বিএসএফ আট বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি রাতেই তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।
বিজিবির দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর রাতে ভারতের হাকিমপুর সীমান্ত থেকে আটজনকে আটক করা হয়। পরদিন বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমারের নেতৃত্বে এবং তলুইগাছা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল কাসেমের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটকদের মধ্যে রয়েছে খুলনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোর ও সাতক্ষীরার বিভিন্ন জেলার বাসিন্দা। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানিয়েছেন, নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে আটজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Explore More Districts