প্রধান অতিথি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক মোহাম্মদ রিহান উদ্দিন বলেছেন দেশেবিদেশে কারিগরি শিক্ষায় দক্ষ কর্মীর চাহিদা ব্যাপক। এই শিক্ষা বেকারত্ব কমাতে এবং আত্মনির্ভরশীল হতে বড় ভূমিকা পালন করে।
এবং কারিগরি শিক্ষা দেশের শিল্প ও বাণিজ্য খাতকে শক্তিশালী করে। তিনি আরো বলেন কারিগরি শিক্ষা গ্রহণ করলে উন্নত দেশে উচ্চ বেতনের চাকরি পাওয়া যায় এর পাশাপাশি দেশের জন্য আরও বেশি রেমিট্যান্স পাঠাতে পারে। কারিগরি শিক্ষা শুধুই ব্যক্তিগত জীবনকেই উন্নত করবে না, বরং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তেও সহায়তা করবে।
সাফল্যের ১৩ বছর ও হে নবীণ এসো আলোর মিছিলে এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নবীন বরণ ও অভিভাবক দিবস অনুষ্টান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্যালারিয়া কমপ্লেক্সে আয়োজিত অনুষ্টানে ইনস্টিটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী রফিকুল ইসলামের পরিচানায় বিশেষ অতিথির বক্তব্য দেন পলিটেকনিক ইনস্টিটিউট সিলেটের চীফ ইন্সট্রাক্টর (অব.) ও হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মোঃ আবুল হাশেম প্রমুখ। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।