বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সম্মানিত সফল সভাপতি, কমিউনিটি পুলিশিং জেলা শাখার সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ও সংগঠক এবং গ্রীন ডায়াগনস্টিকের মালিক ডাঃ এস এম সহিদ উল্যাহ স্যারের রত্ন গর্বা মা লুৎফুন নেসা (৯২) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তকাল করেছেন৷ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাধ্যক জনিত কারণে দীর্ঘ দিন যাবত অসুস্থ্য অবস্থায় ঢাকার জাপান বাংলাদেশ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যকালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ বুধবার বাদ আছর চাঁদপুর বেগম মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা ওয়ালীউল্যাহ৷
জানাজা শেষে বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়৷ জানাজয়া বিভিন্না শ্রেনী পেশার নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়৷
স্টাফ রিপোর্টার/ ১৭ সেপ্টেম্বর ২০২৫