শুরু নাগপুরে, শেষ হায়দরাবাদে। মাঝে জামশেদপুর, শারজা, লন্ডন, নটিংহাম, বার্মিংহাম। মাঠ বদলেছে, বদলেছে প্রতিপক্ষ ও টুর্নামেন্ট। কিন্তু টানা ৯টা ম্যাচে যা বদলায়নি, তা হলো জাভেদ মিয়াঁদাদের ব্যাটে রান। ৭৮, ৭৮*, ৭৪, ৬০, ৫২*, ১১৩, ৭১*, ৬৮, ১০৩! ১৯৮৭ সালের ২৪ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে ৫০ ছাড়ানো ইনিংস খেলা মিয়াঁদাদের সেই কীর্তি আজ পর্যন্ত ছুঁতে পারেননি আর কেউ।
