মিয়াঁদাদের সেই রেকর্ড, ৩৮ বছর পরও যা ছুঁতে পারেননি কেউ

মিয়াঁদাদের সেই রেকর্ড, ৩৮ বছর পরও যা ছুঁতে পারেননি কেউ

শুরু নাগপুরে, শেষ হায়দরাবাদে। মাঝে জামশেদপুর, শারজা, লন্ডন, নটিংহাম, বার্মিংহাম। মাঠ বদলেছে, বদলেছে প্রতিপক্ষ ও টুর্নামেন্ট। কিন্তু টানা ৯টা ম্যাচে যা বদলায়নি, তা হলো জাভেদ মিয়াঁদাদের ব্যাটে রান। ৭৮, ৭৮*, ৭৪, ৬০, ৫২*, ১১৩, ৭১*, ৬৮, ১০৩! ১৯৮৭ সালের ২৪ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে ৫০ ছাড়ানো ইনিংস খেলা মিয়াঁদাদের সেই কীর্তি আজ পর্যন্ত ছুঁতে পারেননি আর কেউ।

Explore More Districts