‎মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মায়ের দাবি হত্যা  – দৈনিক আজাদী

‎মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মায়ের দাবি হত্যা  – দৈনিক আজাদী

মীরসরাই উপজেলার জোরারগঞ্জে রোকসানা আক্তার (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জোরারগঞ্জ থানার খিলমুরালি এলাকায় এই ঘটনা ঘটে।

তবে রোকসানার স্বামী নাজিম উদ্দিনের (২৭) দাবি কৃষি কাজে ব্যবহারের জন্য নিয়ে আসা কিটনাশক পান করে আত্মহত্যা করেছে স্ত্রী রোকসানা।

‎নিহত রোকসানার মা বিবি আয়েশা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে প্রায় সময় নির্যাতন করতো স্বামী আর শাশুড়ি। বাপের বাড়ি যেতে দিতো না, সব সময় যৌতুকের জন্য ফোন করতো। তারা যৌতুকের জন্য আমার মেয়েকে বিষ খাইয়ে হত্যা করেছে।

‎৫ বছর আগে খিলমুরালির নাজিম উদ্দিনের সাথে কাটাছড়া ইউনিয়নের নিহত রোকসানার বিয়ে হয়। তাদের মোঃ আব্দুল্লাহ (৫) নামের একটি শিশু রয়েছে।

‎রোকসানার মৃতদেহ জোরারগঞ্জ থানা হেফাজতে নেয়া হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।‌

‎জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Explore More Districts