রাজবাড়ী রেলষ্টেশন থেকে দীর্ঘ ৭ ঘন্টা পর ছাড়লো মধুমতি এক্সপ্রেস, যাত্রী দুর্ভোগ

রাজবাড়ী রেলষ্টেশন থেকে দীর্ঘ ৭ ঘন্টা পর ছাড়লো মধুমতি এক্সপ্রেস, যাত্রী দুর্ভোগ

রাজবাড়ী রেলষ্টেশন থেকে দীর্ঘ ৭ ঘন্টা পর ছাড়লো মধুমতি এক্সপ্রেস, যাত্রী দুর্ভোগ

রাজবাড়ী বার্তা ডট কম :

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন সংক্রান্ত জটিলতার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সড়ক ও রেলপথ অবরোধ করায় দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচলে মারাত্মক বিপর্যয় দেখা দেয়। এর ফলে রাজবাড়ীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রেলস্টেশন আটকে থাকে ঢাকাগামী ও ঢাকা থেকে আগত ট্রেন গুলো। যার অংশ হিসেবে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী রেলষ্টেশনে প্রায় ৭ ঘন্টা আটকে থাকে। ফলে ওই ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তি স্বীকার হন।

রাজবাড়ী রেলষ্টেশন সূত্রে জানাগেছে, রবিবার সকাল ১১টায় রাজবাড়ী রেলস্টেশনে এসে পৌঁছায় ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন। নির্ধারিত সময় অনুযায়ী, ট্রেনটি দুপুর ২টার দিকে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা ছিল। তবে দীর্ঘ ৭ঘন্টা এ ষ্টেশনে অবস্থান করে ওই ট্রেনটি। যা সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় দিন ভর ট্রেনটি এ ষ্টেশনে অবস্থান করায় ওই ট্রেনের যাত্রীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

রাজশাহী থেকে আসা ওই ট্রেনের যাত্রী শরিফুল আলম, আমিনা বেগম, সাখাওয়াত মোল্লা অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় তারা রাজবাড়ী রেল স্টেশনে আটকে ছিলেন। এই দীর্ঘ সময়ে তারা বহুবার ষ্টেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও তারা সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। একের পর এক আশ্বাস দিয়ে গেছেন। ফলে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা চরম দূর্ভোগের স্বীকার হয়েছে।
মধুমতি এক্সপ্রেসের চালক সরোয়ার আলম বলেন, শুধু রাজবাড়ী নয়, ঢাকাগামী এবং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলমুখী অধিকাংশ ট্রেনই বিভিন্ন স্টেশনে আটকে ছিলো। তবে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরিবেশ স্বাভাবিক হওয়ায় সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা করা হয়েছে।

একই কথা জানিয়েছেন রাজবাড়ী রেলষ্টেশন মাষ্টার তন্ময় দত্ত। তিনি বলেন, রাজবাড়ী-ফরিদপুর, রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী আন্তনগর ট্রেন গুলো চলাচল ছিলে বন্ধ। সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঢাকাগামী ট্রেন চালাচল স্বাভাবিক হয়।

The post রাজবাড়ী রেলষ্টেশন থেকে দীর্ঘ ৭ ঘন্টা পর ছাড়লো মধুমতি এক্সপ্রেস, যাত্রী দুর্ভোগ appeared first on রাজবাড়ী বার্তা.

Explore More Districts