বৈঠকের আগে ভারতকে যে হুঁশিয়ারি দিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী – DesheBideshe

বৈঠকের আগে ভারতকে যে হুঁশিয়ারি দিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী – DesheBideshe

বৈঠকের আগে ভারতকে যে হুঁশিয়ারি দিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী – DesheBideshe

ওয়াশিংটন, ১৬ সেপ্টেম্বর – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কয়েক সপ্তাহ পর আজ বাণিজ্য বিষয়ক বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের। তবে তার আগেই ভারতকে কঠোর হুঁশিয়ার দিয়েছে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানালে নয়াদিল্লি মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে বলে জানিয়েছে তিনি। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন লুটনিক।

মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত গর্ব করে যে তাদের ১.৪ বিলিয়ন মানুষ আছে। ১.৪ বিলিয়ন মানুষ কেন তাহলে এক বুশেল (৮ গ্যালনের সমান ধারণক্ষমতার একটি পরিমাপ) মার্কিন ভুট্টা কিনবে না? এটা কি বিরক্তিকর নয় যে তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে, কিন্তু আমাদের কাছ থেকে ভুট্টা কিনবে না? তারা সবকিছুর ওপর শুল্ক আরোপ করে।

লুটনিক জানান, ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুল্ক কমাতে এবং আমরা তাদের যেভাবে আচরণ করি, আমাদের সাথেও সেরকম আচরণ করতে বলেছেন।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসনকে বছরের পর বছর ধরে চলা ভুল সংশোধন করতে হবে, তাই আমরা এটি ঠিক না করা পর্যন্ত অন্যভাবে শুল্ক আরোপ করতে চাই।

মার্কিন বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এটা প্রেসিডেন্টের (ট্রাম্প) মডেল। হয় আপনি এটি গ্রহণ করুন, নতুবা বিশ্বের বৃহত্তম ভোক্তার সাথে ব্যবসা করতে আপনার কঠিন সময় কাটবে।

উল্লেখ্য, নয়াদিল্লিতে কাল যুক্তরাষ্ট-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন বৈঠকে কি সিদ্ধান্ত আসে সেটাই দেখার বিষয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫



Explore More Districts