কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

১৫ September ২০২৫ Monday ৮:৫৩:৫৪ PM

Print this E-mail this


কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর)সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে মাদক, চাদাবাজী, সন্ত্রাস,ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১৫সেপ্টেম্বর) বেলা ১১টায় শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তা এলাকায় কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃসোলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খানঁ মুহাম্মদ আবু নাসের।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার( নেছারাবাদ) সার্কেল সাবিহা মেহেবুবা,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)মো: বায়োজিদ ইসলাম,উপজেলা বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃহুমায়ুন কবীর প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার খানঁ মুহাম্মদ আবু নাসের বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকবিরোধী, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোরগ্যাং, নারী নির্যাতন, চাঁদাবাজি ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক কারবারি ও সেবনকারীদের তথ্য দেয়ার জন্য তিনি আহ্বান জানান।এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি-সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts