কাঠমান্ডু, ১৫ সেপ্টেম্বর – নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভ করছে জেন-জিরা।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে বালুওয়াতারে দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ ও স্লোগান দেয় জেন-জি আন্দোলনের অন্যতম নেপথ্য নায়ক সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন একটি দল।
জেন-জিদের অভিযোগ, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই।
তারা বলেন, আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের আটকাতে পারবে না। যেখান থেকে বসিয়েছি, সেখান থেকেই তুলে ফেলব।
তিনি অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট ওমপ্রকাশ আর্যল ভেতর থেকেই নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন! বিক্ষোভে গুরুং গত সপ্তাহের বিক্ষোভে হতাহতদের স্বজনদেরও সঙ্গে এনেছিলেন।
প্রধানমন্ত্রী কার্কি সিদ্ধান্ত নিয়েছেন, আইনজীবী আর্যল আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। এর আগে তিনি রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী ও কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে মনোনয়ন দেন। সুপ্রিম কোর্টে লোকমান সিং কার্কিকে দুর্নীতি দমন কমিশনের প্রধান করার বিরুদ্ধে রিট করে আলোচনায় আসেন আর্যল। তিনি নানা জনস্বার্থ মামলায় লড়াই করেছেন এবং কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির আইন উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।
জেন-জি’র ব্যানারে দুর্নীতিবিরোধী আন্দোলনে ইতোমধ্যে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যা দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী গণআন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। গত সোমবার ও মঙ্গলবারের আন্দোলনে সরকারি ও বেসরকারি সম্পত্তি শত শত কোটি রুপির ক্ষতি হয়েছে।
অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া রমেশ্বর খনাল এর আগে ৪৪৭ পৃষ্ঠার একটি অর্থনৈতিক সংস্কার প্রতিবেদন জমা দিয়েছিলেন কেপি শর্মা ওলি সরকারের কাছে।
অন্যদিকে, কুলমান ঘিসিং দেশের লোডশেডিং কমিয়ে আনার জন্য ব্যাপক প্রশংসিত হন। যদিও পরে ওলি সরকার তাকে হিতেন্দ্র দেব শাক্যর মাধ্যমে প্রতিস্থাপন করে, যা তীব্র জনরোষের জন্ম দেয়।
প্রধানমন্ত্রী কার্কি শনিবার সন্ধ্যা থেকে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে আলোচনায় বসেন এবং রবিবার সন্ধ্যায় সিদ্ধান্ত চূড়ান্ত করেন যে, অ্যাডভোকেট আর্যাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়র দায়িত্বও পালন করবেন।
অর্থমন্ত্রীর দায়িত্বে রমেশ্বর খনাল এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে কুলমান ঘিসিংকে নিয়োগ আগেই চূড়ান্ত করা হয়েছিল।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৫ সেপ্টেম্বর ২০২৫