ঢাকায় আসছেন হানিয়া আমির

ঢাকায় আসছেন হানিয়া আমির

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশি দর্শকদের মধ্যেও আলাদা পরিচিতি রয়েছে হানিয়ার। ঢাকায় তাঁর কয়েক দিন থাকার কথা রয়েছে।
২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।
‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার। ছবিটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন তিনি।

Explore More Districts