সখীপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে সম্পর্ক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত – News Tangail

সখীপুরে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে সম্পর্ক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত – News Tangail

Oplus_16908290

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে “”ভাবনার প্লাটফর্ম, অগ্রগতির পথচলা”’ এ পতি পাদ্যকে সামনে নিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে সম্পর্ক উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে গুডনেইবারস বাংলাদেশ সিডিপি এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়ায় গুডনেইবারস স্কুল মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ম্যানেজার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে সম্পর্ক উন্নয়ন বিষয়ক বক্তব্য দেন সিডিসি-এর চেয়াপারসন আবদুর রউফ, আশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবরিনা মুনমুন, সাংবাদিক কামাল হোসেন। এ সময় অন্যদের মধ্যে উদয়ন বংকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সুবহান শিশিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts