হাজীগঞ্জে দুই প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরি

হাজীগঞ্জে দুই প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরি

চাঁদপুরের হাজীগঞ্জে দুই প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণ, নগদ টাকা, কম্বলসহ বিভিন্ন দামী মালামাল মিলে প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ তসরুপ হয়েছে বলে দাবী করে ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনাটি ১৪ সেপ্টেম্বর রবিবার রাতে যেকোন সময় ঘটিয়েছে বলে ধারনা করা হয়।

উপজেলার ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের দিগছাইল গ্রামের প্রবাসী ইউসুফ পাটোয়ারী ও শওকত পাটোয়ারীর বাড়ীতে রাতের আধারে এ চুরির ঘটনা ঘটেছে।

জানাযায়, প্রবাসী ইউসুফের বসতঘর থেকে স্বর্ণ ৭ ভরি, নগদ ৪০ হাজার টাকা, প্রায় ১০/১২ টা কম্বলসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।

স্ত্রী লায়লা বেগম বাড়ী থেকে সন্তানের পরীক্ষার জন্য ঢাকা যায়। এ সুযোগে এ চুরির ঘটনা ঘটেছে।

পাশাপাশি আরেক প্রবাসীশওকত পাটোয়ারীর ঘর থেকে কিছু স্বর্ণঅলংকার, ৭/৮ টি কম্বলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

শওকত মিযার স্ত্রী তাছলিমা বেগম বলেন, আমি হাজীগঞ্জ মেয়ের পড়াশোনার জন্য বাসা ভাড়া থাকি। এ সুযোগে চোর ঘরের তালা ভেঙ্গে মালামাল চুরি করে নিয়ে যায়।

এদিকে প্রবাসী ইউসুফের বায়রা ভাই দেলোয়ার হোসেন বলেন, একদিনের জন্য আমার বড় বোন ঢাকায় গেছে এর পাকে কোন জানাশোনা লোক এ চুরির ঘটনা ঘটিয়েছে।

প্রতিবেশী সেলিম মিয়া বলেন, এলাকায় বখাটে যুবকদের আড্ডা রয়েছে। একলা বাড়ী পেয়ে এখানকার কেউ এমন ঘটনা ঘটাতে পারে। আমরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, চুরির বিষয়টি শুনেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলেছি থানায় অভিযোগ দায়ের করা জন্য।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/১৫ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts