১৫ September ২০২৫ Monday ১:১১:২৮ AM | ![]() ![]() ![]() ![]() |
আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য হেনা আক্তার বুলবুলের মুরগির খামার থেকে ৬২ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আমতলী কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জিয়াউর রহমান অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন।
সূত্র জানায়, উপজেলার হলদিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেনা আক্তার বুলবুল ও তার স্বামী মজনু চৌকিদার অবৈধভাবে সরকারি সার তাদের মুরগির খামারে মজুদ করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালায় প্রশাসন।
এ সময় বিভিন্ন প্রকারের ৬২ বস্তা সরকারি সার জব্দ করা হয়। জব্দ করা এসব সারের আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার ২৫০ টাকা। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘জব্দ করা সার থানায় নিয়ে আসা হয়েছে এবং মজুদকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |