চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারালো নয় বছরের তাসকিন। তাসকিন সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে তাসকিন(৯) তিন বন্ধুর সাথে গোসল করতে গিয়েছিল পুকুরে। বন্ধুদের খুনসুটি আর পানিতে ছিটাছিটি চলছিল। হঠাৎ সবার চোখের আড়ালে পানিতে তলিয়ে যায় তাসকিন। তার অপর দুটি বন্ধু ভয়ে উপরে চলে আসে। কিন্তু পুকুরপাড়ে থাকা এক যুবককে তারা বিষয়টি জানালে ওই যুবক এগিয়ে এসে পুকুরের পানির তলদেশ থেকে তাসকিনকে উদ্ধার করে দ্রুত নিয়ে আসে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। কিন্তু দায়িত্বরত চিকিৎসক জানান,হাসপাতালে আনার আগেই তাসকিনের মৃত্যু হয়েছে ।
প্রথমে শিশুটির পরিচয় মেলেনি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার পর পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসে। জানা যায়, তাসকিন মধ্য তরপচন্ডী এলাকার হাওলাদার বাড়ির রুহুল আমিনের ছেলে। মাত্র প্রথম শ্রেণীর ছাত্র।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ হাসপাতালে এসে সুরতহাল করা হয়। পরিবার জানায়, তাসকিন সাঁতার জানত না। তবুও বন্ধুদের সাথে খেলতে গিয়ে পানিতে নামে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ১৪ সেপ্টেম্বর ২০২৫