অনুষ্ঠান থেকে বাদ ১৫ শিল্পী–কলাকুশলী, অনিয়ম নিয়ে লিখিত অভিযোগ

অনুষ্ঠান থেকে বাদ ১৫ শিল্পী–কলাকুশলী, অনিয়ম নিয়ে লিখিত অভিযোগ

সম্প্রতি অনুষ্ঠান থেকে বাদ পড়া শিল্পী ও কলাকুশলীদের একটি দল এ নিয়ে লিখিত অভিযোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা, বেতারের মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ও অন্যান্য সরকারি দপ্তরে। অভিযোগপত্রে আশরাফ কবির ও তাঁর সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ১২টি অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, আঞ্চলিক পরিচালক আশরাফ কবির সাড়ে তিন বছর ধরে কক্সবাজার বেতারকেন্দ্রের দায়িত্বে আছেন। এ সময় তিনি সংগীত সংকলক মোসলেহ উদ্দিন (সম্প্রতি মৃত্যুবরণ করেছেন) ও ক্যাজুয়াল স্টাফ (হিসাব সহকারী) নুরুল আজিমকে নিয়ে একটি সিন্ডিকেট গঠন করেন। তাঁর বিরুদ্ধে ৪০ কর্মী নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।

অভিযোগপত্রে বেতারের আঞ্চলিক পরিচালকের বিরুদ্ধে ইউনিসেফের প্রকল্পের অর্থ আত্মসাৎ, সরকারি ডরমিটরিতে বিনা ভাড়ায় বসবাস, বেতারকেন্দ্রের জমিতে চাষাবাদ ও বিদ্যুৎ ব্যবহার করে ব্যক্তিগত খামার পরিচালনা, কেন্দ্রের গাছ কেটে বিক্রি ও শিল্পীদের সম্মানীর অর্থ আত্মসাতের অভিযোগও আনা হয়েছে।

Explore More Districts