৪ লাখ টাকা চুরি, ড্রাইভারের বাসায় তল্লাশি – চুনারুঘাট থানার ওসি ক্লোজড – Habiganj News

৪ লাখ টাকা চুরি, ড্রাইভারের বাসায় তল্লাশি – চুনারুঘাট থানার ওসি ক্লোজড – Habiganj News

হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলমকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

গতকাল শুক্রবার গভীর রাতে তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

 

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এমএএন সাজেদুর রহমান।

 

জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ওসি নূর আলমের সরকারি বাসা থেকে প্রায় ৪ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার ব্যক্তিগত গাড়িচালক ওয়াসিমের বাসায় তল্লাশি চালান ওসি নিজে নেতৃত্বে একটি টিম।

 

পরে ওই বাসা তল্লাশির প্রায় ৬ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। এ প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করে।

Explore More Districts