আমতলীতে কনে দেখতে যাওয়া অটোরিকশাকে বাসের ধাক্কা, আহত ১০

আমতলীতে কনে দেখতে যাওয়া অটোরিকশাকে বাসের ধাক্কা, আহত ১০

১৩ September ২০২৫ Saturday ১২:৫১:১৯ PM

Print this E-mail this


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

আমতলীতে কনে দেখতে যাওয়া অটোরিকশাকে বাসের ধাক্কা, আহত ১০

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর মানিকঝুড়ি এলাকায় বাসের ধাক্কায় দুটি সিএনজি চালিত অটোরিকশার ১০ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে একটি অটোরিকশায় বিয়ের জন্য কনে দেখতে যাওয়া ব্যক্তিরা ছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি এলাকার আক্কাস বয়াতীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন: শামীম (৩৮), আবু সালে (৪০), জেসমিন (৪০), ফেরদাউস (১৮), এনি (২০), আজিজ (৮০), ইউসুফ (৬৫), কালাম (৪০), মোশারফ (৪৫) ও বাবুল (৫০)।

আহতদের মধ্যে তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। সেটি পাশে থাকা বিয়ের জন্যে কনে দেখতে যাওয়া আরেকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুই অটোরিকশার চালকসহ ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে সাকুরা পরিবহনের বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts