দুই পক্ষের সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে রণক্ষেত্র

দুই পক্ষের সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে রণক্ষেত্র

১২ September ২০২৫ Friday ৯:২৬:২৩ PM

Print this E-mail this


ক্যাম্পাস প্রতিনিধি:

দুই পক্ষের সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে রণক্ষেত্র

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার রাত ৭টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর।

শিক্ষার্থীরা জানান, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও অ্যাকাউন্টিং বিভাগের মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় প্রথম দফায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। পরে বিষয়টি বড় আকারে সংঘর্ষে রূপ নেয়।

এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

তাঁদের মধ্যে কয়েকজনকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হো‌সেন ফয়সাল বলেন, ঘটনা শুনে আমরা তাৎক্ষণিকভাবে মাঠে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চল‌ছে। কারা উসকানি দিয়েছে, কারা সংঘর্ষে জড়িয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে। দায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, খেলাকে কেন্দ্র করে এমন সহিংসতা দুঃখজনক। তাঁদের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হোক। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts