চাঁদাবাজি-মাদকের অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান

চাঁদাবাজি-মাদকের অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান

১৩ September ২০২৫ Saturday ১২:০৩:৫৪ AM

Print this E-mail this


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

চাঁদাবাজি-মাদকের অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ও চাঁদাবাজি, মাদকসহ একাধিক অনিয়মে অভিযুক্ত ইস্রাফিল হাওলাদার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি। তার সঙ্গে আরও ৪০-৫০ জন দলীয় অনুসারীও জামায়াতে যোগদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইস্রাফিল হাওলাদার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। চলতি বছরের ৯ মে জেলা স্বেচ্ছাসেবক দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। কারণ হিসেবে বলা হয়, জামায়াতের এক কর্মীর দোকানে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টানিয়ে তা ‘দলীয় কার্যালয়’ বানানো এবং এলাকায় চাঁদাবাজি ও মাদকের সঙ্গে সম্পৃক্ততা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অনৈতিক কার্যকলাপের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জামায়াতে গ্রহণ করায় জনগণের মাঝে প্রশ্ন উঠেছে জামায়াতের নৈতিকতা ও রাজনৈতিক আদর্শ নিয়ে।”

অন্যদিকে ইস্রাফিল হাওলাদার বলেছেন, “আমি ইসলামের পথে চলতে চাই, তাই জামায়াতে যোগ দিয়েছি। বিএনপি ইসলামী আদর্শে চলে না, সে কারণেই দল বদলেছি।”

জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, ইস্রাফিল হাওলাদার যে বিএনপি থেকে বহিষ্কৃত সেটি আমাদের জানা ছিল না। তিনি আমাদের দলীয় কোনো পদে নেই। তিনি আমাদের সংগঠনকে ভালোবেসে সমর্থক হিসেবে যোগদান করেছেন। তিনি কোনো কর্মীও নন । তবে তার ব্যাপারে যে অভিযোগ উঠেছে, সেটি আমরা খতিয়ে দেখছি। যদি তিনি অভিযুক্ত হয়ে থাকেন তার ব্যাপারে দলীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts