নদে ঘুরতে গিয়ে স্পিডবোট ডুবে শিশুসহ নিখোঁজ ৪, বিয়েবাড়িতে বিষাদের ছায়া

নদে ঘুরতে গিয়ে স্পিডবোট ডুবে শিশুসহ নিখোঁজ ৪, বিয়েবাড়িতে বিষাদের ছায়া

নিখোঁজ চারজন হলো খালিয়াজুরির আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা লাইলা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে ঊষামণি (৫), সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১) ও নবাব মিয়ার মেয়ে মোছা শিরিন (১৮)। এ ছাড়া আহত ব্যক্তিরা হলেন হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০), ছাত্তার মিয়া (৬০) ও ছাত্তারের ছেলে জহিরুল ইসলাম (১৮)। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ জানান, আজ আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে স্পিডবোটটি ভাড়া করে আনা হয়েছিল। এটিতে চড়ে বরসহ বরযাত্রীদের ইটনা উপজেলার মৃগা গ্রামে কনের বাড়িতে যাওয়ার কথা ছিল। বরযাত্রীরা রওনা হওয়ার আগমুহূর্তে বেলা একটার দিকে বিয়েবাড়ির প্রায় ১৫ জন উৎসুক নারী ও শিশু স্পিডবোটটি নিয়ে হাওরে ঘুরতে যান। এ সময় ধনু নদে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেড ও অপর একটি জেলে নৌকার সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ ঘটে। তখন জেলে নৌকার জেলেরাও দ্রুত স্পিডবোটে উঠতে গেলে স্পিডবোটটি উল্টে যায়। এতে ওই চারজন নিখোঁজ ও তিনজন আহত হন। বাকিরা সাঁতার কেটে রক্ষা পান। দুর্ঘটনার পর বিয়েবাড়িতে বিষাদ নেমে আসে। বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

Explore More Districts